দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এক নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই দাবি জানান।
এসময় তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাব, আর বিলম্বিত নয়, আর দেরি নয়, আবু সাঈদ, মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সন্মান অক্ষুন্ন রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন-তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি নির্বাচনে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।
সংস্কার প্রসঙ্গে ফারুক বলেন, ‘১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ সাহেব,যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগনের ম্যান্ডেটে প্রধান মন্ত্রী হয়েছিলেন। আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়েও তো আমরা প্রতিদিন এই প্রেসক্লাবের সামনে বলতে চাই, ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এতো সংস্কারের দরকার নাই।’

 
                            -20250117085624.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন