ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি অভিযোগ করেন, সরকারের একজন উপদেষ্টার নেতৃত্বে বা প্ররোচনায় ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগের চেষ্টা চলছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৩১ দফা কর্মশালায় বক্তব্য প্রদানকালে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদের একদিনের জন্যও অফিসে বসতে দেবে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। এছাড়া সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
ইশরাক হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকারের একজন উপদেষ্টার প্ররোচনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ১২৯টি ওয়ার্ডে ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজেদের মনোনীত ব্যক্তিদের কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের চেষ্টা করা হচ্ছে। এটি যদি মিথ্যা হয়, তাহলে এর কোনো ভিত্তি নেই। কিন্তু যদি সত্য হয়, এই কর্মশালা থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই- এটি তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘যদি জনগণের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অযোগ্যদের মেয়র, এমপি-মন্ত্রী বানিয়ে থাকেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। যদি প্রশাসক নিয়োগ করতেই হয়, তবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে যোগ্য ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।’
নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, ‘আজ নগর উন্নয়নের কথা বলা হলেও কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না। যে যার মতো পরিবেশ নষ্ট করছে। অপরিকল্পিত দালান নির্মিত হচ্ছে। আমরা এখনো নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারিনি। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। এসব থেকে নগরবাসীকে মুক্তি দিতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। তাই অযৌক্তিক কারণ দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার যে কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন