নির্বাচন অবশ্যই জরুরি, তবে তা রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয়- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ‘সংস্কার ও নির্বাচনকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক, তবে সেটি যেন মৌলিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে হয়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে যে ধরনের ক্ষমতা রয়েছে, তা সাংবিধানিকভাবেই একজন ব্যক্তিকে স্বৈরাচার হওয়ার সুযোগ করে দেয়। সরকারে আসার পর যদি রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছামতো বিচারপতি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেয়, তাহলে এসব প্রতিষ্ঠান তাদের মূল উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে জামায়াত ইসলামী যেসব অপরাধে জড়িত ছিল, তা পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা জরুরি। এটিএম আজহারের মুক্তির মধ্য দিয়ে একজন নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হয়েছে।’
আখতার হোসেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদকে স্বাভাবিক উল্লেখ করে বলেন, ‘মৌলিক রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে এক কাতারে আসতে হবে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন