বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যদি বিএনপিকে চায়, তাহলে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের গাঁ জ্বালা কেন? আজ যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি ২৯০টি আসনে জয়লাভ করবে।
বুধবার (৪ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের চিনিশপুর ইউনিয়নে অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
খোকন বলেন, ‘বিএনপিকে ঠেকানোর ষড়যন্ত্র যদি চলতে থাকে, তবে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জনগণ রাস্তায় নেমে আসবে।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের ছাত্রসমাজ, তরুণ জনগোষ্ঠী এবং সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছে। এটা শুধু জুলাই-আগস্টের কোনো তাৎক্ষণিক আন্দোলন নয়, এটি চলমান ১৬ বছরের সংগ্রাম।’
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণের ভোট ছাড়া নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতার মজা নিচ্ছেন, অথচ আমাদের মতো রাজনৈতিক স্টেকহোল্ডারদের মতামত নেন না। নাবালক আর কিছু তথাকথিত ইসলামী দলের পরামর্শ শুনেই সব কিছু করছেন। অথচ আমাদের সঙ্গেই পরামর্শ করে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। তা না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার, চিনিশপুর ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূঁইয়া প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন