দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুভেচ্ছা বার্তায় ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার আহ্বান জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ ও নিবেদনের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির অনুপ্রেরণা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা ইসলামি আদর্শের মূল ভিত্তি। এ শিক্ষা সমাজে শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কাঠামো গঠনে আমাদের অনুপ্রাণিত করে।’
তিনি বলেন, ‘দেশে এখনও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। বিদেশে পালিয়ে থাকা ও দেশের ভেতরে লুকিয়ে থাকা অপশক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকারকে অবশ্যই এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা ঈদুল আজহার মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে যদি আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠায় নিজের জানমাল ও প্রিয় জিনিস কুরবানি করতে প্রস্তুত হই, তবেই আমাদের ত্যাগ প্রকৃত অর্থে সার্থক ও কবুল হবে ইনশাআল্লাহ।’
তিনি দেশবাসীর সুখ-শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন