দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, বৃহস্পতিবার (১২ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, ‘এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য। একজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, অন্যজন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান। তারা সব কিছু নিয়েই আলাপ করবেন। মিটিংয়ের প্রস্তুতি হিসেবে বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার একজন অফিসিয়ালও এসেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে।’
বর্তমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠকটিকে ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক ফলপ্রসূ হবে। এর মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো নিবিড় হবে। একই সঙ্গে অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই বৈঠকের মাধ্যমে।
যুক্তরাজ্য বিএনপির নেতারা এরইমধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে।
নিরব থাকবে আওয়ামী লীগ
ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালীন সময়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা সর্বত্র প্রতিরোধের কর্মসূচির ঘোষণা দিয়ে মাঠে থাকলেও আজ ইউনূস-তারেক বৈঠককালীন সময়ে কোনও কর্মসূচি রাখছে না। এ বৈঠকটি ছাড়া ড. ইউনূসের বাকি সব কর্মসূচি স্থলের বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে তারা।
শুক্রবার সকালে কোনও কর্মসূচি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন