নয়াপল্টনে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মৌন মিছিল। জুমার নামাজের পর থেকেই নয়াপল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর নয়াপল্টনে মৌন মিছিল শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৮ জুলাই) কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, মৌন মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরার আবুল হোসেন মোড় পর্যন্ত যাবে।
মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো ব্যাজ ধারণ করেছেন। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপনার মতামত লিখুন :