ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির অফিসে আগুন-ভাঙচুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৬:৪৪ পিএম
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বলছে। ছবি- ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলে কর্মীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, ‘আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাপার কার্যালয়ে উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা কার্যালয়ের আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এর আগে, গতকাল রাতে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বিকেল পৌনে ৪টার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তিন শতাধিক নেতাকর্মী বিজয়নগর এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।