বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করবে তার বিএনপি।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৪৭ বছর লড়াই সংগ্রাম করেছে বিএনপি। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করবে তার দল।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
নানা বাধা বিপত্তি পেরিয়ে আট বছর পর জেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মলনের আনুষ্ঠানিকতা শুরু করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।আগামী দিনের গনতান্ত্রিক বাংলাদেশ পুঃনপ্রতিষ্ঠার প্রত্যয় জানান কাউন্সিলে অংশ নেয়া জেলার বিভিন্ন স্তরের নেতারা।
উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব।
কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রনী ভুমিকা রাখবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন