ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আ. লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ‘শুটার সাগর’ গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৩:৫৭ পিএম

রাজধানীর গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ‘শুটার সাগর’ ওরফে আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ২টায় তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রেমন বলেন, জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত পারভেজ সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন। জুলাই-আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগের অর্থ জোগান দিয়ে যাচ্ছেন।  

ওসি জানান, সাগর ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা মামলায় ৭৫ নম্বর মামলার আসামি। তিনি ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন। এ ছাড়াও ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। 

ওসি রেমন আরও জানান, সাগর ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ‘ডান হাত’ হিসেবে কাজ করতেন সাগর। তার নামে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আছে।