রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতির কারণে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন পুরোপুরি অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (২ জুন) প্রস্তাবিত ২০২৫–২৬ অর্থবছরের বাজেট নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, ‘এই বাজেট নিয়ে এক বাক্যে বলা যায়, এটি একটি অর্থহীন বাজেট।’
তিনি অভিযোগ করেন, সরকার বাজেটের আকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের কোনো নৈতিক ভিত্তি নেই।
তার ভাষায়, ‘মজার বিষয় হলো, বাজেটের আকার নমিনালি কমালেও রাজস্ব বাজেট বরং বেড়েছে। এটি সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট করে।’
এ বাজেটে গুণগত কোনো পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করে ড. মঈন খান বলেন, ‘নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য কোনো উল্লেখযোগ্য নির্দেশনা বা পরিকল্পনা বাজেটে নেই। এটি প্রমাণ করে—জনগণের কল্যাণ নয়, বাজেট মূলত প্রহসনের একটি অংশমাত্র।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন