এনজিও বা করপোরেট প্রতিষ্ঠানের নীতিতে নয়, একটি রাষ্ট্র চলতে পারে শুধু সুসংগঠিত রাষ্ট্রীয় নীতিতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘এনজিও বা করপোরেট প্রতিষ্ঠান চালানো আর দেশ চালানো এক বিষয় নয়। এসব দিয়ে সরকার পরিচালনা করা হলে চরম বিপর্যয় আসতে পারে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মাসিক ‘ম্যাক্রোইকনোমিক ইনসাইটস (এমএমআই)’ প্রকাশনা উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী ছাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনিই, পিআরআইর মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমানের সঙ্গে।
ড. মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তারা ঘুষের বিনিময়ে কর ছাড় দেন। ফলে রাজস্ব ঘাটতি তৈরি হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের দুই বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল। ফলে বিএনপি সংস্কারবিরোধী এমন অপবাদ বাস্তবতা বিবর্জিত।
বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মঈন খান বলেন, বাজারভিত্তিক নীতি গ্রহণ করেও ডলারের দাম নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি প্রথমবারের মতো টাকার মান কিছুটা বাড়তেই হস্তক্ষেপ করে ডলারের দাম বাড়িয়ে দেওয়া হয় যা আমদানিনির্ভর অর্থনীতিতে স্ববিরোধী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নীতির ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অনেকটাই নির্ভরশীল। কিন্তু এ বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের সমাজ কাঠামোকে জটিল আখ্যা দিয়ে তিনি বলেন, মানুষের ধৈর্য কম, আবেগ বেশি। জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা তৈরি করতে না পারলে স্থিতিশীলতা সম্ভব নয়।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন