টানা চারবারের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও ‘পুষ্টি আপা’ হিসেবে পরিচিত সুলতানা রাজিয়া আবারও বিএনপিতে ফিরেছেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে দলে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’
সুলতানা রাজিয়া একজন সাহসী নারী হিসেবে পরিচিত। তিনি ২০২৪ সালে টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে অংশ নেওয়ার আগে দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন।
সুলতানা রাজিয়া বোদা উপজেলার মাড়েয়া প্রধানপাড়া গ্রামের মীর মোহাম্মদ সবারউদ্দিন প্রধানের মেয়ে। ২০০৯ সালে পুষ্টি প্রকল্প থেকে পদত্যাগ করে তৃতীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন