জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের মন্তব্যে থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা হলো, জুলাই সনদ ও ঘোষণাপত্রে স্বাক্ষর। একটি রাজনৈতিক দলের বিরূপ মন্তব্যে এই প্রক্রিয়া থেমে থাকতে পারে না। সরকারের উচিত, এখনই সনদে স্বাক্ষরের পদক্ষেপ নেওয়া, যাতে আর কখনো দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়।’
তিনি আরও বলেন, ‘‘জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই-আগস্ট আন্দোলনের রক্তের ফসল। শহিদ ও আহতদের আত্মত্যাগের ভিত্তিতেই বাংলাদেশের নতুন সাংবিধানিক কাঠামো নির্মাণ করতে হবে। এই গণঅভ্যুত্থানের চেতনা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। সেই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে।’’
বুলবুল জানান, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রবাসে বসবাসরত জুলাই আন্দোলনের সমর্থকদেরও এই সনদ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। তবেই একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন সম্ভব।
এ দিনের সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, মোবারক হোসাইন, অ্যাড. মতিউর রহমান আকন্দ, মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ইয়াসিন আরাফাত, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ দেলাওয়ার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, আবরার ফাহাদের বাবা, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন