আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচক বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৬ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলে অ্যাখ্যা দিয়েছে। তারা বলেছে, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি।
জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবিও জামায়াতে ইসলামী।
জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।’
বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাহের। তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হতো।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট।’
এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।’