ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) শিবির-সমর্থিত প্যানেলের নবনির্বাচিত ডাকসু সহসভাপতি (ভিপি) সাদিক কায়েক, সাধারণ সম্পাদক (জিএস) এ এস এম ফরহাদ এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
ডাকসুর নবনির্বাচিত জিএস এ এস এম ফরহাদ নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’
তিনি আরও লিখেন, ‘চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করব। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!
ফরহাদ উল্লেখ করেন, ‘প্রাথমিকভাবে ছোট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী। এরপর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।