ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘ভোট ডাকাতির আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করে আসুন’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:০১ পিএম
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেউ যদি ভোট ডাকাতির ষড়যন্ত্র করে, তবে ভোটকেন্দ্রে যাওয়ার আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করে আসার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা জামায়াত আয়োজিত গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রেলওয়ে মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম।

এ সময় আরও বক্তব্য দেন- নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হারুন অর রশিদ।

জেলা সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যদি কেউ ভোট ডাকাতির পাঁয়তারা করে, তাহলে ভোটকেন্দ্রে যাওয়ার আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করে আসুন। কারণ, জনগণের রোষ থেকে কেউ রেহাই পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমি ২৪-এর জুলাই ও আগস্টের আন্দোলনের সময় জেলে ছিলাম। তবে মুক্ত হয়ে এসে দেখেছি, মাঠে কী ধরনের গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের উচিত সেই চেতনা ধারণ করে সামনের পথে এগিয়ে যাওয়া।’

জেলা আমির আবু তাহের বলেন, ‘৩৬ জুলাই আমাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক। এই দিনটি দেশের গণতন্ত্রকামী মানুষের জেগে ওঠার দিন। শহীদদের স্মরণে আমরা দিনটিকে চিরদিন লালন করব।’

সমাবেশে আরও জানানো হয়, রাজনীতির ময়দানে কেউ ভুল করলে তা স্বেচ্ছায় সংশোধন করতে হবে। ভয়-ভীতির মাধ্যমে কাউকে দমন করার চেষ্টা বরদাশত করা হবে না।