ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

এবার সাদা ও লাল শাপলা প্রতীক চায় এনসিপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:২১ এএম
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র লোগো। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নির্বাচন কমিশনের (ইসি) কাছে সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রোববার (৩ আগস্ট) এনসিপি শাপলা সংক্রান্ত নতুন আবেদন জমা দিয়েছে।

আখতার আহমেদ বলেন, কমিশনের প্রতীক তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়া হয়েছে, কারণ এটি জাতীয় প্রতীক। সেই অনুযায়ী কমিশন সংশোধিত তফসিল তৈরি করছে, যেখানে শাপলা প্রতীকটি নেই। এখন এনসিপি সাদা শাপলা ও লাল শাপলার আবেদন করেছে। কমিশন বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, এর আগে এনসিপি শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। এখন কলম ও মোবাইলের পরিবর্তে চেয়েছে সাদা শাপলা ও লাল শাপলা।

উল্লেখ্য, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেলে তাকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হয়। তবে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি সেই তালিকায় রাখা হয়নি। অন্য একটি দল পূর্বেই এ প্রতীক চাইবার কারণেও বিষয়টি বিবেচনায় নিয়েছে ইসি।

বর্তমানে এনসিপির নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।