ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

আজ দুপুরে এনসিপির মতবিনিময় সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১১:১৬ এএম
এনসিপির লোগো। ছবি- সংগৃহীত

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।