বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৬ এএম

প্যারিসে নানা আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৬ এএম

প্যারিসে নানা আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

‍‍`আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার‍‍` স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে রোববার (২৯ ডিসেম্বর) বিকালে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ‍‍`র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে 
একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিজয় উদযাপন পরিষদের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাজাহান শারু, পরিষদের চেয়ারম্যান জনাব শাজাহান রহমান, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্টজন শাহীন আরমান চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমানবিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান, এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী জনাব মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব লুলু আহমেদ, স্বরলিপি শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ,
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল তায়েফ, হাসান আহমেদ, কাইয়ুম রহমান, বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি ওয়াদুদ খান, বিশিষ্ট সাংবাদিক বৃন্দ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

সংগীত পরিবেশন করেন শিল্পী
সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার।

নৃত্য পরিবেশনা করেন দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং।

যন্ত্রানুসঙ্গে ছিলেন-অনুভব চ্যাটার্জী, মিশেল কলিন্স, অমিত বড়ুয়া
তোমার আমার ঠিকানা ও আলোর যাত্রী, ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, নোঙর তোল তোল দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা 
এছাড়া বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায়। আবৃত্তিতে অংশ নেয় শিশু সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, আয়ুস চ্যাটার্জী ও
শুভমিতা।

অনুষ্ঠানের শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে।

সভাপতির বক্তব্যে এনায়েত উল্লাহ ইনু বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের অন্যতম অধ্যায় একাত্তর।
প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরার দৃঢ় প্রত্যয় নিয়েই মূলতঃ আমাদের বিজয় উৎসব।

আরবি/জেডআর

Link copied!