ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে জয়ের সূচনা বাংলাদেশের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:০০ পিএম
ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন বিজিবির সিপাহী খোকন মোল্লা। ছবি- সংগৃহীত

মালদ্বীপে শুরু হয়েছে ‘প্রথম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ–২০২৫’। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে দারুণ সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল।

রোববার (১৯ সেপ্টেম্বর) সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৫৩-২৭ গোলের ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।

বাংলাদেশ দলের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিজিবির সিপাহী খোকন মোল্লা নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়। তার ধারাবাহিক আক্রমণ ও সঠিক সময়ে গোল করা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ।

বাংলাদেশ দলের কর্মকর্তারা জানান, প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তারা আশা করছেন, সামনের ম্যাচগুলোতেও খেলোয়াড়রা একই ধারাবাহিকতা বজায় রাখবেন।