হবিগঞ্জ জন্ম দিয়েছে অনেক আলোকিত মানুষের। যারা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। প্রাচিনকাল থেকে ইতিহাস-ঐতিহ্য আর শিক্ষা দীক্ষায় ছিল সিলেট তথা হবিগঞ্জের সুনাম। মুক্তিযুদ্ধসহ দেশের সকল দুর্যোগে হবিগঞ্জের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এছাড়াও এসব প্রবাসীরা দেশে বিনিয়োগ করে দেশ ও দশের কল্যাণেও নিয়োজিত আছেন। স্পেনে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম প্রধান সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য ও জাকজমাক পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
হল ভর্তি প্রবাসী হবিগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানটি সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায় আয়োজিত পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাঈদ মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, মুজিবুর রহমান, সোহেল আহমেদ সামছু, আব্বাছ উদ্দিন, মোশাহিদ আহমদ, মিজানুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি আলী হোসাইন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মিয়া, সাধারণ সম্পাদক রুবেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমিন, সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ, সহ-সভাপতি ইদ্রিস মিয়া, আব্দুল হামিদ, রুবেল আহমদ, শাহ খালেদ আহমেদ, চুনু মিয়া, সাইফুল ইসলাম সুজন, ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ রাজু, স্বপন আহমেদ, হাফিজুর রহমান টিটু, রাজিব আহমেদ, সিয়াম আহমেদ, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাওন আমিন, সহ-প্রচার সম্পাদক রনি আহমদ, ধর্ম সম্পাদক মাওলানা আনাস চৌধুরী, সহ-ধর্ম সম্পাদক ছাদিকুর রহমান, সমাজ সেবা সম্পাদক নুর আহমদসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আলী হোসাইন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালন করতে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে পালন করবো এবং এই সংগঠনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবো। এই সংগঠনকে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে। সাধারণ সম্পাদক রুবেল রানা অনুষ্ঠান সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন