বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

সন্তানের মঙ্গলের জন্য দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

সন্তানের মঙ্গলের জন্য দোয়া

শিশু সন্তান। ছবি: সংগৃহীত

সন্তান মহান আল্লাহর অশেষ নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নেয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে দামি নেয়ামত সন্তান। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কোরআন-হাদিসের শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জন্য দোয়া করার গুরুত্বও অপরিসীম।

এখানে কোরআন ও হাদিসে বর্ণিত কয়েকটি দোয়া উল্লেখ করা হলো যেগুলোর কারণে বর্তমান যুগের বিভিন্ন ফেতনা থেকে এবং শয়তানের পাতানো হাজারো ফাঁদ থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। একইসঙ্গে সন্তানের সবরকম কল্যাণের জন্য দোয়াগুলো খুবই কার্যকর।

সন্তানের মঙ্গলের জন্য যেসব দোয়া করতে পারেন-

১. رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء উচ্চারণ: ‘রাব্বিজ আলনী মুকীমাস সালা-তি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।’

অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন।’ (সুরা ইবরাহিম: ৪০) সন্তানের চারিত্রিক মাধুর্যতার জন্য দোয়া

২. এই দোয়া পড়ে ফুঁ দেওয়া—أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ ‏ উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিঁও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা’

অর্থ: আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তি কামনা করছি।’ (সুনানে আবি দাউদ:  ৪৭৩৭; ইবনে মাজাহ: ৩৫২৫) 

সন্তানের সবরকম কল্যাণের জন্য এই দোয়া করা উচিত। দোয়াটির বরকতে শয়তান ও ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে সন্তান মুক্ত থাকবে এবং আল্লাহর ইবাদতের প্রতি ঝুঁকবে ইনশাআল্লাহ। সন্তান ফেতনা থেকে হেফাজতে থাকার দোয়া

৩. رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ’ 

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী।’ (সুরা আলে ইমরান: ৩৮) এই দোয়াটি (সন্তান আসার আগে ও পরে) সবসময় করা যাবে।

৪. رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ‘রাব্বি হাবলি মিনাস সালেহিন’ অর্থ: ‘হে আমার প্রভু! আমাকে এক সৎপুত্র দান করুন।’ (সুরা সাফফাত: ১০০) এই দোয়াও (সন্তান আসার আগে ও পরে) সবসময় করা যাবে।

৫. رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: ‘রাব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররাতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা।’ 

অর্থ: ‘হে আমাদের প্রভু! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। (সুরা ফুরকান: ৭৪) এই দোয়াটিও (সন্তান আসার আগে ও পরে) সবসময় করা যাবে।

উল্লেখিত দোয়াগুলো সন্তানের জন্য দোয়া কবুলের সময়গুলোতে করা মা-বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চতুর্দিকে যখন ফেতনার ছড়াছড়িতে ছেলে-মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই দোয়াগুলোর কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানকে এবং আপনার পরবর্তী জেনারেশনকে ফেতনার ভয়াবহতা থেকে, শয়তানের পাতানো হাজারো ফাঁদ থেকে আল্লাহ মুক্ত রাখবেন ইনশাআল্লাহ।

সন্তানের জন্য সবসময় দোয়াগুলো করার তাওফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন।

রূপালী বাংলাদেশ

Link copied!