সারাদেশের ন্যায় রাঙামাটিতেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের সামনে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ফার্মাসিস্ট ইভানি চাকমা, মেডিকেল টেকনোলজিস্ট তাপস বড়ুয়া ও মনিনয়ন চাকমা।
বক্তারা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত রয়েছি। রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে আমাদের পেশাগত মর্যাদা ও বৈষম্য উপেক্ষিত হয়ে আসছে। আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও উন্নত করার পাশাপাশি আমাদের পেশাগত মর্যাদা রক্ষার চেষ্টা করছি। আমাদের সংগ্রাম হল সম্মিলিত অধিকার, ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য।”
উল্লেখ্য, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখেও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছিল। এ কর্মসূচিতে সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং একতার পরিচয় দেন।
আজ ৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত অর্ধদিবস কর্মবিরতি সুশৃঙ্খল, দৃঢ় ও ঐক্যের সঙ্গে পালিত হয়।
বক্তারা জানান, “আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা অনড় থাকব।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন