স্পেনের নারী ফুটবল দল আবারও প্রমাণ করল কেন তারা ইউরোপের সেরা। মাদ্রিদে অনুষ্ঠিত নারী নেশনস লিগ ফাইনালের দ্বিতীয় লেগে স্পেন ৩-০ গোলে জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে।
ফাইনালের প্রথম লেগে জার্মানিতে গোলশূন্য ড্র হয়েছিল। কিন্তু ফিরতি লেগে স্পেন পুরো ম্যাচে দাপট দেখিয়েছে।
ম্যাচের হিরো ছিলেন ক্লাউদিয়া পিনা। দ্বিতীয়ার্ধে তিনি দুই গোল করেন। ৬১ মিনিটে বাম দিক থেকে ঢুকে এসথার গঞ্জালেসের সঙ্গে দুর্দান্ত সমন্বয়ে প্রথম গোলটি করেন।
৬৮ মিনিটে ডান দিক থেকে ভিকি লোপেজের শট ব্যবধান দ্বিগুণ করে। ৭৪ মিনিটে মাঝমাঠ থেকে একাই বল এগিয়ে নিয়ে পিনা তৃতীয় গোলটি করে নিশ্চিত করেন স্পেনের জয়।
ফ্রান্সকে হারিয়ে প্রথম আসর জিতার পর এবারও শিরোপা ঘরে তুলল স্পেন। এই জয়ে স্পেন নারী ফুটবলের আধিপত্য আবারও প্রমাণিত হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন