সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই ঘোষণা না দেওয়ার কারণে ট্রাইব্যুনালের তলবের মুখে এই ক্ষমা চেয়েছেন।
এর আগে, গত ২৩ নভেম্বর সকালেই জেড আই খান পান্না ট্রাইব্যুনালে আবেদন করেন শেখ হাসিনার পক্ষে লড়তে। পরে ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, তার আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন।
তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। তাই যে আদালতের প্রতি আস্থা নেই, সেখানে তিনি আইনজীবী হিসেবে দাঁড়াতে পারবেন না এবং তা অনৈতিক মনে করেন।
জেড আই খান পান্না আরও বলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পাননি। আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে তা জানানো হবে, না পেলে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন না।
অন্যদিকে, ট্রাইব্যুনালে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এসেছে। জেড আই খান পান্না জানিয়েছেন, তিনি ফজলুর রহমানের পক্ষে শুনানি করবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন