সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অভিযোগে তেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে এসব প্রতিষ্ঠানের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করলেও অনুমোদন দেওয়া হয়নি। তবুও তারা বাজারে লিটারপ্রতি ৯ টাকা করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণ দেখালেও, সরকারি অনুমোদন ব্যতীত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না।
এ প্রসঙ্গে জানা যায়, গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বৃদ্ধি করেছিল প্রতিষ্ঠানগুলো। তখন সরকার স্পষ্টভাবে জানিয়েছিল, এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরে চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে প্রতিষ্ঠানগুলো সরে আসে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন