বৃদ্ধ বয়স জীবনের এমন এক বাস্তবতা, যেখানে শরীর ও মনের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। এ সময়ে স্মৃতিশক্তি ও ইন্দ্রিয়শক্তি দুর্বল হয়ে যায়, মানুষ হয়ে পড়ে নির্ভরশীল। এ বিষয়ে আল্লাহ তায়ালা কোরআনে বলেন-
‘আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন। আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’
(সুরা আর-রূম, আয়াত : ৫৪)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়-বার্ধক্য কোনো অবমাননার বিষয় নয়; বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার সময়।
রাসুলুল্লাহ (সা.) বৃদ্ধ বয়সের দুর্বলতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি নিয়মিত এ দোয়া পাঠ করতেন-
اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأعُوذُ بِكَ أنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ
উচ্চারণ :
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি, ওয়া আউজুবিকা মিনাল ঝুবনি, ওয়া আউজুবিকা আন উরাদ্দা ইলা আর্ঝালিল উমুরি, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনইয়া, ওয়া আউজুবিকা মিন আজাবিল কবর।
অর্থ :
হে আল্লাহ! আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। আমি ভীরুতার থেকেও আশ্রয় চাই। আমি হীনতম বয়সে উপনীত হওয়া থেকেও আশ্রয় চাই। দুনিয়ার ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আর কবরের আজাব থেকেও আপনার কাছে আশ্রয় চাই।
(বুখারি, হাদিস : ৫৮৯৩)
এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহ তায়ালা বান্দাকে বার্ধক্যের কষ্ট ও দুর্বলতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন