মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:৩২ পিএম

জোহরের নামাজ কত রাকাত

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:৩২ পিএম

জোহরের নামাজ কত রাকাত

নামাজরত মুসল্লি। ছবি : সংগৃহীত

একজন মুসলিমের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সঠিক সময়ে নামাজ আদায় না করলে রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা।

কেউ নামাজে অলসতা করলে তাকেও জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রতি ওয়াক্তের নামাজের রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম। দিনের দ্বিতীয় ওয়াক্তের নামাজ হচ্ছে জোহর।

জোহরের নামাজ মোট ১০ রাকাত

  • ৪ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ
  • ৪ রাকাত ফরজ 
  • ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ

এ ছাড়া কেউ কেউ দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এ হিসাবে জোহরের নামাজ ১২ রাকাত আদায় করা হয়।

জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি : نويت أن أصلى لله تعالى اربع ركعات صلوة الظهر سنة رسول الله تعالى مـتـوجـهـا إلـى جـهـة الكعبة الشريفة الله

বাংলায় উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ রাকআতি ছালাতি জুহরি ছুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ্ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত : আমি কেবলামুখি হয়ে আল্লাহর জন্য জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার।

জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি : نويت أن أصلى لله تعالى أربع ركعات صلوة الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكعبـة الـشـريـفـة الله أكبر

উচ্চারণ  : নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি সলাতিজ্জুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ্ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত : আমি কেবলামুখি হয়ে আল্লাহর জন্য জোহরের চার রাকয়াত ফরজ নামাজের (এই ইমামের পিছনে) আদায় করছি। আল্লাহু আকবার।

জামাতে ইমামের পেছনে নামাজ আদায় করা হলে নিয়ত করার সময় ফারদুল্লাহি তায়ালা বলার পর বলতে হবে ইকতাদাইতু বিহাজাল ইমাম, তারপর বাকি অংশ বলবে।

জোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি : نويت أن أصلى لله تعالى ركعتـى صـلـوة الـظـهـر سـنة رسول الله تعالى مـتـوجـهـا إلى جـهـة الـكـعـبـة الـشـريـفـة الله اكبر

উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিজ জুহরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ্ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত : আমি কেবলামুখি হয়ে আল্লাহর জন্য জোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার।

জোহর নামাজের সময়

ঠিক দ্বিপ্রহরের পর সূর্য যখন সামান্য ঢলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহর নামাজের ওয়াক্ত থাকে। কিন্তু ছায়া সমপরিমাণ হওয়ার পূর্বে নামাজ আদায় করা মুস্তাহাব।

ঠিক দ্বিপ্রহরের সময় ছায়া সর্বাপেক্ষা ছোট হয়। এ সময় সবচেয়ে ছোট যে ছায়াটুকু থাকে তাকে '‘ছায়া আছলি’ বলে। ‘ছায়া আছলি’ যখন বৃদ্ধি পেতে শুরু করে, তখন জোহর নামাজের ওয়াক্ত শুরু হয়।

‘ছায়া আছলি’ বাদে যখন ওই জিনিসের সমপরিমাণ হয় তখন পর্যন্ত জোহর নামাজ আদায় করা মুস্তাহাব। ‘ছায়া আছলি’ বাদে ছায়া দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত জোহর নামাজের ওয়াক্ত থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!