উত্তেজনার পারদ, আবহাওয়ার বাধার মধ্যে নিষ্পত্তি হলো ফেডারেশন কাপের ফাইনাল। আর তাতে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে বসুন্ধরা কিংসের মাথায়। আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো এবং মোট চতুর্থবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে দলটি।
গত ২২ এপ্রিল খেলার সূচনা হলেও কালবৈশাখীর ঝড় আর আলোর সমস্যার কারণে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলা স্থগিত করতে বাধ্য হন ম্যাচ রেফারি সায়মন। ১-১ গোলে তখন সমতায় ছিল ম্যাচ।
এরপর খেলার শেষ ১৫ মিনিট রেখে দেওয়া হয় পরবর্তী তারিখের জন্য। আর সেই বাকি সময় শেষে যখন কোনো দলই এগিয়ে যেতে পারেনি, ফাইনালের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
পেনাল্টির সেই মহারণে বসুন্ধরা কিংসের জয়ের মূল কারিগর ছিলেন তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। চাপে থাকা মুহূর্তে আবাহনীর দুইটি স্পট কিক ঠেকিয়ে দলকে এনে দেন দারুণ এক জয়। বিশেষ করে এমেকা ওগবুগের শট রুখে দিয়ে নিজের দক্ষতা ও স্নায়ু নিয়ন্ত্রণের পরিচয় দেন তিনি।
ফাইনাল শটটি নেন বসুন্ধরার ডেসিয়েল। তাঁর জোরালো ও নিখুঁত শটটি যখন জালে জড়ায়, তখন পুরো বসুন্ধরা শিবির আনন্দে ফেটে পড়ে। মাঠে, গ্যালারিতে এবং ডাগআউটে ছিল উল্লাস আর বাঁধভাঙা আবেগ।
এই জয়ে ফেডারেশন কাপে নিজেদের আধিপত্য আরও মজবুত করল কিংসরা। ২০১৯, ২০২০, ২০২১ এবং এবার ২০২৪—মোট চারবার তারা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই ক্লাব টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন