ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ইয়াসিরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ 'এ' দল। তবে একাদশে সুযোগ পেয়ে দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন ইয়াসির আলী চৌধুরী। 

তার এই লড়াকু ইনিংস কঠিন পরিস্থিতিতেও টাইগারদের জন্য আশার আলো দেখাচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড 'এ' দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

এদিন শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ 'এ' দল। দলীয় ১৬ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এরপর সাইফ হাসান ৩১ রান করে আউট হলে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী।

তবে অন্য প্রান্তের ব্যাটারদের কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পাননি তিনি। আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে ব্যর্থ হন।

৬ উইকেট পতনের পর ইয়াসিরকে সঙ্গ দিচ্ছেন নাসুম আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৬ উইকেটে ১৪৬ রান। ইয়াসির ৬৩ বলে ৬৩ রান এবং নাসুম ৩০ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন।