রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইগাররা জয় পেয়েছে ৩ উইকেটে।
আজ সোমবার শহীদ এ. এইচ. এম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা।
এদিন কনর বইড ইস্টারহুইজেন ৬৯ বলে ৭১ রান ও অ্যান্ডিলে সিমেলানের ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩০১/৮।
এদিকে বল হাতে বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল নেন সর্বোচ্চ ৩ উইকেট, আহরার আমিন পিয়ান দুটি এবং রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি ও আসাদুজ্জামান পায়েল একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু পায় বাংলাদেশের ওপেনিং জুটি জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন। জিসান আউট হন ৩১ রানে, তবে রবিন থেমে যান শতকের দোরগোড়ায়। ৮৯ বলে ৮৭ রান করে আউট হওয়ার আগে ৮টি চার ও ২টি ছক্কা মারেন রবিন।
মাঝের ওভারগুলোয় কিছুটা ধাক্কা খেলেও অধিনায়ক আকবর আলীর ২৪ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষদিকে তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসানের ক্যামিও ইনিংসে সহজেই পৌঁছে যায় জয়ের বন্দরে।
তোফায়েল ২০ বলে ২৪ ও রাকিবুল ১০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৮৯.৪ বলে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ ইমার্জিং দল।
আপনার মতামত লিখুন :