রুদ্ধশ্বাস এক ফাইনালের মধ্য দিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স।
এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। চ্যাম্পিয়ন হওয়ায় তারা প্রত্যেকেই লাহোর থেকে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন।
ফাইনালের চিত্র ও পুরস্কারের অর্থ
গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের একাদশে কেবল রিশাদ হোসেন ছিলেন। সাকিব ও মিরাজকে সাইডলাইনে বসেই ফাইনাল উপভোগ করতে হয়েছে।
শেষ ওভার পর্যন্ত গড়ানো এই জমজমাট ম্যাচে সিকান্দার রাজার বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় পায় লাহোর।
পিএসএলের চ্যাম্পিয়ন হিসেবে লাহোর কালান্দার্স প্রাইজমানি বাবদ পেয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৫ লাখ টাকা। এই অর্থ দলের সবার মধ্যে ভাগাভাগি হবে এবং মালিকপক্ষের পক্ষ থেকে বিশেষ বোনাসের সম্ভাবনাও রয়েছে।
এদিকে একাদশ ও একাদশের বাইরে মিলিয়ে লাহোরের মোট সদস্য ২১ জনের মধ্যে এ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। সে হিসাবে সাকিব, রিশাদ ও মিরাজরা বাংলাদেশি হিসেবে প্রায় ৮৬ লাখ ৪৩ হাজার টাকা পাবেন। জনপ্রতি একজনে পাবেন প্রায় ২৯ লাখ টাকা।
অন্যদিকে, রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।
ব্যক্তিগত পুরস্কার বিজয়ীরা
এবারের আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোয়েটার ব্যাটার হাসান নেওয়াজ, যিনি ৩৯৯ রান করেছেন।
টুর্নামেন্ট সেরা হিসেবে তিনি ৩০ লাখ পাকিস্তানি রুপি এবং একটি বিদ্যুৎচালিত বিওয়াইডি সিল গাড়ি পেয়েছেন।
সেরা ব্যাটার হিসেবেও তিনি ৩৫ লাখ রুপি পেয়েছেন।
অন্যান্য ব্যক্তিগত পুরস্কার বিজয়ীরা হলেন
সেরা বোলার: শাহিন আফ্রিদি
সেরা ফিল্ডার: আব্দুস সামাদ
সেরা অলরাউন্ডার: সিকান্দার রাজা
সেরা উইকেটকিপার: মোহাম্মদ হারিস
সেরা উদীয়মান ক্রিকেটার: মোহাম্মদ নাঈম
তারা প্রত্যেকেই ৩৫ লাখ রুপি করে পুরস্কার পেয়েছেন।
আপনার মতামত লিখুন :