আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলের ভবিষ্যৎ নিয়ে আতলেতিকো মাদ্রিদে শুরু হয়েছে জটিলতা।
ইএসপিএনের প্রতিবেদনে জানা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডি পল যদি নতুন চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে এই গ্রীষ্মেই তাকে দল থেকে ছাড়তে প্রস্তুত আতলেতিকো।
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে চাচ্ছেন না ডি পলকে ছাড়তে। আর্জেন্টাইন এই কোচ তাকে নিজের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সবসময় বিবেচনা করেন। এবং চান না মিডফিল্ডের এই স্তম্ভ হাতছাড়া হোক।
৩১ বছর বয়সি ডি পলের আতলেতিকোর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আছে আর এক বছর। ক্লাব চাইছে ২০২৬ সালের জুনে বিনামূল্যে তাকে হারানোর আগেই চুক্তি নবায়ন করতে অথবা তাকে বিক্রি করে দিতে।
এদিকে, মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি ডি পলকে দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়। মিয়ামি দলে আছেন তার আর্জেন্টিনা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি—যিনি ডি পলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে বড় প্রভাব রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্নি সূত্রে জানা গেছে, ডি পলের জন্য আতলেতিকো ট্রান্সফার ফি বাবদ ৩০ মিলিয়ন ইউরো চাইবে। কিন্তু এত টাকা দিয়ে মিয়ামি কি দলে ভেড়াতে পারবে ডি পলকে? কেননা যেখানে আর্জেটিনার মহাতারকা লিও মেসির বর্তমান বাজার মূল্য মিয়ামিতে ১৮-২০ মিলিয়ন ইউরো। সেখানে ডি পলকে ৩০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াতে আগ্রহী হবে না বলে ধারণা করা হচ্ছে।
যদিও দুই ক্লাবের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে আতলেতিকোর সিইও মিগেল অ্যাঞ্জেল গিল এবং ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট হোর্হে মাসের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানায়, ডিপলের বর্তমান বাজার মূল্য ২৫ মিলিয়ন ইউরো, যদিও অ্যাটলেটিকো দাম চাইছে ৩০ মিলিয়নের আশেপাশে এবং মার্কিন ক্লাব ইন্টার মিয়ামি কত টাকা প্রস্তাব দিয়েছে তা এখনো জানা যায়নি।
আজকের বিনিময় হার অনুযায়ী ১ ইউরো প্রায় ১২৩.৬৭ বাংলাদেশি টাকার সমান। এই হারকে ভিত্তি করে ৩০ মিলিয়ন ইউরো বাংলাদেশের টাকায় প্রায় ৩৭০ কোটি টাকারও বেশি।
ডি পল যদি সত্যিই ক্লাব ছাড়েন তাহলে সিমিওনের জন্য তা হবে বড় এক ধাক্কা। তার বদলি হিসেবে আতলেতিকোর তালিকায় আছেন ভ্যালেন্সিয়ার তরুণ মিডফিল্ডার জাভি গুয়েররা।
জানা গেছে, গত গ্রীষ্মেই গুয়েররাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল আতলেতিকো, কিন্তু শেষ মুহূর্তে সেটি বাস্তবায়ন হয়নি।
আপনার মতামত লিখুন :