পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ের পর আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে।
পেসার তাসকিন আহমেদ ও ওপেনার তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাসকিনের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, আর তানজিদ তামিমের পরিবর্তে ওপেনিংয়ে এসেছেন নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস বোলিং আক্রমণে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান-এর সঙ্গে আছেন তরুণ শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসান-এর সঙ্গে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়াও, প্রয়োজনে ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী খণ্ডকালীন স্পিন করতে পারেন।
অন্যদিকে, পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে পেসার আহমেদ দানিয়েল-এর। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ। পাকিস্তান একাদশ সাজিয়েছে চার পেসার ও দুই স্পিনারের সমন্বয়ে।
ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জার সঙ্গে বল হাতে নতুন মুখ দানিয়েল প্রস্তুত। স্পিন আক্রমণে মোহাম্মদ নওয়াজ-এর সঙ্গে আছেন খুশদিল শাহ এবং অধিনায়ক সালমান নিজেও হাত ঘোরাতে পারেন।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।