ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নেইমার ও তার সন্তানদের জন্য উপহার পাঠাল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৭:৩১ পিএম
কন্যাসন্তানের সাথে নেইমার জুনিয়র ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়র এবং তার চার সন্তানের জন্য উপহার পাঠিয়েছে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। সন্তান আগমনের আনন্দে মাতোয়ারা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

সদ্য দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোলজুড়ে জন্ম নিয়েছে ছোট্ট মেল।

জন্মের খবরটা সামাজিক মাধ্যমে শেয়ার করে দুজনেই জানিয়েছেন, নতুন এই অতিথির আগমনে তাদের জীবন আরও মধুর হয়ে উঠেছে।

এ নিয়ে নেইমারের ঘরে চার সন্তান। বড় ছেলে ডাভি লুকা, যিনি ২০১১ সালে জন্মেছিলেন নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের গর্ভে।

এরপর ২০২৩ সালে ব্রুনার কোল থেকে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান মাভি। এছাড়াও ব্রাজিলিয়ান মডেল আমান্ডা কিম্বারলির ঘরে রয়েছে তার আরেক কন্যা হেলেনা।

এই আনন্দঘন উপলক্ষে নেইমারের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এক আবেগঘন উপহার পাঠিয়েছে। ক্লাবটির পক্ষ থেকে নেইমার এবং তার চার সন্তান—ডাভি, হেলেনা, মাভি ও মেল-এর নামে নামাঙ্কিত করে পাঁচটি জার্সি পাঠানো হয়েছে।

পিএসজির হয়ে মাঠ মাতানো এই তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশেই এমন বিশেষ আয়োজন করে ক্লাবটি। নেইমার নিজেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “Merci @PSG” (ধন্যবাদ, পিএসজি)।

মেয়ের জন্মের পর ইনস্টাগ্রামে ব্রুনা লিখেছেন, আমাদের মধু এসেছে, আমাদের জীবন আরও মিষ্টিময় করতে! স্বাগতম, কন্যা!