ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১২:১১ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গতকাল মঙ্গলবার আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৪৪ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ৬৫ জনের মৃত্যু হলো। এ সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মৃতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ছাড়া ঢাকা মেডিকেলে মারা গেছে সৈয়দপুরের ১১ বছর বয়সি এক কিশোর। আর মুগদা হাসপাতালে মারা গেছেন ৫০ বছর বয়সি খিলগাঁওয়ের এক বাসিন্দা। 

জুলাই মাসের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছে, যা চলতি বছরে সবচেয়ে বেশি। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ এক দিনে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১২৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন এবং দক্ষিণ সিটিতে ৮১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে নতুন করে দুজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

অন্যদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৬ হাজার ৬২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৩৩২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫২ জন।