২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হতাশা ফিরে এলো ক্যারিবিয়ান শিবিরে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টানা ৯ হারের বৃত্ত ভেঙে জয়ের স্বাদ পেলেও, সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল সালমান আলী আগার দল।
রোববার লডারহিলে জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে রোমাঞ্চকর জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সোমবারের ম্যাচে তারা আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি।
পাকিস্তানের দেওয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা ১৭৬ রানে থেমে যায়।
পাকিস্তানের জয়ের মূল কারিগর ছিলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। উদ্বোধনী জুটিতে তারা ১৩৮ রানের বিশাল জুটি গড়েন।
ফারহান ৫৩ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং আইয়ুব ৪৯ বলে ৬৬ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
শেষদিকে খুশদিল শাহ ও ফাহিম আশরাফের ছোট কিন্তু কার্যকর ইনিংসে পাকিস্তান ১৮৮ রানে পৌঁছায়।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যালিক অ্যাথানেজে ৬০ রান করেন। শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। ওপেনার জুয়েল অ্যান্ড্রুও ২৪ রান করেন।
কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয়টিতে ২ উইকেটে হারলেও শেষ ম্যাচে ১৩ রানের জয় তুলে নেয় তারা। সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৩ বলে ৭৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাহিবজাদা ফারহান।
আর টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ।
আগামী ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১০ ও ১২ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে ম্যাচ।
আপনার মতামত লিখুন :