সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:০৬ পিএম

ভক্তদের প্রতি আবেগঘন বার্তা মার্তিনেজের  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:০৬ পিএম

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদলের সময়টা অ্যাস্টন ভিলার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। আর্থিক সীমাবদ্ধতা ও হিসাব বছরের শেষ মুহূর্তের চাপ সামাল দিতে গিয়ে নারীদের দল বিক্রির মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে ক্লাবটিকে। 

এমন বাস্তবতায় দলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ক্লাবের কাছে আসেনি বলে জানা গেছে।

তবে এ পরিস্থিতিতে ভক্তদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন মার্তিনেজ। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে থাকা অ্যাস্টন ভিলা সম্প্রতি ন্যাশভিল এসসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। 

সেই ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ম্যাচের কিছু ছবি পোস্ট করে মার্তিনেজ লিখেছেন ‘Thank You Nashville।’

তার এই ছোট্ট পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত, সাবেক ও বর্তমান সতীর্থ যেমন— ইয়ুরি টেলেমান্স, জন ম্যাকগিন ও ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ডও লাইক দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এতে বোঝা যাচ্ছে, মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে সতীর্থদের মধ্যেও কিছুটা আবেগ কাজ করছে।

এদিকে, ফুটবল ইনসাইডার জানিয়েছে, মার্তিনেজ সম্প্রতি তার এজেন্ট পরিবর্তন করে সুপরিচিত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি মার্তিনেজের নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

৩২ বছর বয়সী এই গোলরক্ষক ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েই ক্লাবটির অন্যতম প্রিয় খেলোয়াড় হয়ে ওঠেন। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে একাধিকবার জিতিয়েছেন, বিশ্বমঞ্চেও দেশের হয়ে বাজিমাত করেছেন। 

তবে এখন মনে হচ্ছে, হয়তো নতুন অধ্যায়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে, তরুণ ফরোয়ার্ড মর্গান রজার্সকেও ঘিরে রয়েছে গুঞ্জন। চেলসি ও আর্সেনালের মতো বড় ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখালেও, অ্যাস্টন ভিলা রজার্সকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় বলে জানিয়েছে ফুটবল ইনসাইডার। 

পাঁচ বছরের চুক্তিতে থাকা এই তরুণ তারকাকে ঘিরে ক্লাব ভবিষ্যৎ গড়তে চায় বলেই জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!