দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব বর্তমানে এক কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
একসময়ের প্রভাবশালী এই ক্লাবটি, যারা মতিঝিলপাড়ায় তাদের ক্লাব টেন্ট ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল, এখন নিজেদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খাচ্ছে।
এই সংকট এতটাই প্রকট যে, আসন্ন ২০২৫-২৬ মৌসুমের ফুটবল দল গঠন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ক্লাবের এই করুণ দশা কাটাতে এবং ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষ এবার তাদের স্থায়ী সদস্যদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
গত ৬ আগস্ট ক্লাবের ফুটবল টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক্তন তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি স্থায়ী সদস্যদের কাছে একটি চিঠি প্রেরণ করেন।
চিঠিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, আগামী ১৫ আগস্ট দলবদলের সময়সীমা শেষ হতে চলেছে। কিন্তু দেশি-বিদেশি খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করতে প্রায় ২ কোটি টাকার প্রয়োজন, যা বর্তমানে ক্লাবের তহবিলে নেই।
এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় না হলে ফুটবল দল গঠন করা অসম্ভব হয়ে পড়বে। চিঠিতে আরও বলা হয়, খেলোয়াড়দের চুক্তিভুক্ত করে তাদের পাওনা পরিশোধে ক্লাব গুরুতর আর্থিক সংকটের মুখে পড়েছে।
এই পরিস্থিতিতে, ক্লাবের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে এবং আসন্ন মৌসুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ১৪ আগস্টের মধ্যে অর্থ সহায়তা প্রদানের জন্য স্থায়ী সদস্যদের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে।
যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ জোগাড় করা না যায়, তবে খেলোয়াড়দের অগ্রিম পরিশোধ এবং ক্যাম্প শুরু করা অনিশ্চিত হয়ে পড়বে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন