এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তে ফখর-শাহেবজাদার ব্যাটে চলে আসে ৪৫ রান। পাওয়ার প্লে শেষে সমানতালে ব্যাট চালাতে থাকেন দুই পাক ওপেনার।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত।
টস হেরে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে আসেন ফখর জামান ও শাহেবজাদা ফারহান। এ দিন শুরু থেকে ভারতের বোলাদের বিপক্ষে মারকুটে স্বভাবে ব্যাট চালান পাক ওপেনার শাহেবজাদা।
ফারহানের মারকুটে ব্যাটিংয়ে ৩৫ বলে পূরণ হয় ফিফটি, দলীয় ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৭ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৭ রান। ফখর জামান ২১ বলে ২৫ রানে খেলছেন এবং সাইম আইয়ুব ১ বলে ১ রানে ব্যাট করছেন।
এদিকে, সাম্প্রতিক ফর্মের বিচারে ভারত কিছুটা এগিয়ে থাকলেও বড় টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের অতীত পরিসংখ্যান শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত ১০টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। এই ১০ ম্যাচের লড়াইয়ে পাকিস্তানের জয় ৭টি, ভারতের জয় ৩টি।
আজকের খেলায় দু’দলের একাদশ
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও রিংকু সিং
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন