আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন তিনজন নতুন মুখ।
তারা হলেন, উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে দলে এসেছেন এই তিন নতুন মুখ।
নির্বাচকদের মতে, ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে রুবাইয়া হায়দার ঝিলিক বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, যদিও ওয়ানডেতে তার অভিষেক হয়নি।
অন্যদিকে, ১৭ বছর বয়সি স্পিনার নিশিতা আক্তার নিশিকে নেওয়া হয়েছে তার বোলিং নিয়ন্ত্রণ এবং পরিপক্বতার জন্য।
সর্বশেষ ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জায়গা করে নিয়েছেন সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
নারী ওয়ানডে বিশ্বকাপের ঘোষিত বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি এবং সুমাইয়া আক্তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন