আসন্ন সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে ছিটকে পড়েছেন, যার মধ্যে আছেন দলের হোয়াইট-বল অধিনায়ক মিচেল স্যান্টনারও।
পেটের অস্ত্রোপচারের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন।
‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলে দেশে ফেরার পর স্যান্টনারের পেটের এই সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কমপক্ষে এক মাস সময় লাগতে পারে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার স্যান্টনারের গুরুত্ব তুলে ধরে বলেন, স্যান্টনার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যদিও কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
তবে কোচ আশাবাদী, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যেতে পারে। স্যান্টনার ছাড়াও নিউজিল্যান্ডের ইনজুরি তালিকায় রয়েছেন আরও তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
গ্লেন ফিলিপস: ইনজুরির কারণে তার পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয়েছে।
উইল ও’রোরকে: পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তাকে বিশেষ কন্ডিশনিং প্রোগ্রামে রাখা হয়েছে, যার পরে তার অবস্থা আবার মূল্যায়ন করা হবে।
ফিন অ্যালেন: ডান পায়ে অস্ত্রোপচারের কারণে এই তারকাকে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।
রব ওয়াল্টার এই ইনজুরি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ও’রোরকে জন্য আমার খারাপ লাগছে, তবে আমি বিশ্বাস করি সে আরও শক্তিশালী হয়ে ফিরবে। একইভাবে ফিলিপস আর অ্যালেনকেও মিস করব।
এদিকে, আগামী মাসেই নিউজিল্যান্ডের সামনে ঠাসা সূচি। অক্টোবর ১ থেকে ২২ নভেম্বরের মধ্যে তারা অস্ট্রেলিয়া (৩টি টি-টোয়েন্টি)।
এবং ইংল্যান্ড (৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে) এবং ওয়েস্ট ইন্ডিজের (৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে) বিপক্ষে মাঠে নামবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন