ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে ধুঁকছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫৭ পিএম
১২ রান খরচে ২ উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েও তা ধরে রাখতে পারেনি ডাচরা।

টাইগারদের বিপক্ষে পরপর উইকেট হারিয়ে ধুঁকছে নেদারল্যান্ডস। দলকে চাপ থেকে তুলে নেওয়ার চেষ্টায় ব্যাট হাতে একা লড়েও বেশি সময় টিকতে পারেননি তেজা নিদামিনুরু।

আজ শনিবার (৩০ আগস্ট) সিলেটে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

টস হেরে ডাচদের হয়ে ব্যাট ওপেন করতে আসেন ম্যাক্স ও'ডাউড ও ভিক্রমজিত সিং। অপরদিকে বাংলাদেশের হয়ে বল হাতে শুরু তরেন তরুণ স্পিনার মেহেদী। ব্যাট হাতে শুরু থেকেই দেখেশুনে ব্যাট চালান দুই ওপেনার।

প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে নেন ২৫ রান। দলীয় ৩.১ ওভারে খেলার চিত্র বদলে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও এক ছক্কায় ব্যক্তিগত ২৩ রানের মাথায় তাসকিনের বলে জাকেরর হাতে ক্যাচ দিয়ে আউট হন ম্যাক্স ও'ডাউড।

ম্যাক্স ও'ডাউডকে হারানোর পর রানের গেতি কমে যায় ডাচদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে ২ ওভারে ১২ রান খরচে ২ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এবং ১ ওভারে ৭ রান খরচে ২ উইকেট নেন সাইফ হাসান।