ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে তীব্র ব্যথা ও টান অনুভূত হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতের ওই ঘটনার পর থেকে রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত গিল হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে আর মাঠে নামতে পারছেন না তিনি।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, শনিবার দিনের খেলা শেষে গিলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তিনি আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
বোর্ড জানায়, গিলের অবস্থা পর্যবেক্ষণে আছে। চলমান টেস্টে তিনি আর অংশ নিতে পারবেন না। মেডিকেল টিম নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছে।
গতকাল শনিবার দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই গিলের অস্বস্তি দেখা দেয়। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমারের বলে সুইপ শটে বাউন্ডারি নেওয়ার পরই তিনি তীব্র ব্যথা অনুভব করেন এবং ফিজিওকে ডাকেন।
এরপর দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় অধিনায়ক। প্রথম ইনিংসে দল ১৮৯ রানে অলআউট হলে তার আর ব্যাট করতে নামা হয়নি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়। তখন গিলের গলায় নেক ব্রেস ছিল এবং সঙ্গে ছিলেন দলের চিকিৎসক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন