ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে স্পেন। টানা জয়ের ধারা অব্যাহত রেখে লা রোজারা শনিবার রাতে জর্জিয়াকে ৪–০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এ নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করল লুইস দে লা ফুয়েন্তের দল। ফলে বিশ্বকাপের টিকিট এখন একেবারেই হাতের নাগালে।
লামিন ইয়ামালের অনুপস্থিতিতেও স্পেনের আক্রমণভাগ থামেনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
১১ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল। ২২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের নিখুঁত পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্দি। প্রথমার্ধের ৩৫ মিনিটে ওয়ারজাবালের পাস থেকে ফেরান তোরেস দলের তৃতীয় গোলটি করেন।
বিরতির পরও দমে যায়নি স্পেন। ৬৩ মিনিটে তোরেসের বাঁকানো ক্রসে হেড করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন ওয়ারজাবাল।
এই জয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে স্পেন। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে, আর দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের সংগ্রহ ১২ পয়েন্ট। গ্রুপের পরবর্তী ম্যাচে তুরস্কের বিপক্ষে ৭–০ গোলের বেশি ব্যবধানে না হারলেই ২০২৬ বিশ্বকাপে খেলাটা নিশ্চিত হয়ে যাবে স্পেনের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন