ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ইডেনে খেলা চলাকালীন বোমা হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:২৭ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৭তম ম্যাচ চলাকালীন আতঙ্ক ছড়াল কলকাতার ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর অফিসিয়াল ই-মেইল আইডিতে আসে একটি বোমা হামলার হুমকি।

আজ বুধবার একটি অজানা ইমেল আইডি থেকে পাঠানো হয় এই হুমকি। সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে কড়াকড়ি নিরাপত্তা জারি করা হয় ইডেনে। গ্যালারি ও স্টেডিয়ামের প্রতিটি কোনায় তল্লাশি করে নজরদারি বাড়ানো হয়।

এটাই প্রথম নয়। শোনা যাচ্ছে, একই ধরনের হুমকি মেইল গেছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও, যেখানে ১৪ মে রয়েছে পরবর্তী আইপিএল ম্যাচ। ফলে সর্বত্রই বাড়ানো হয়েছে নিরাপত্তা।

‘অপারেশন সিঁদুর’-এর জন্য বুধবারই আইপিএলে প্রথম বার ম্যাচ শুরুর আগে বেজেছে জাতীয় সঙ্গীত। ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে ইডেনে জাতীয় সঙ্গীত বাজানো হয়। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানান।

এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল ‘অপারেশন সিঁদুর’-এর পর আইপিএলের প্রথম ম্যাচ। জাতীয় নিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগে ইডেনে বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। দুই দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে সম্মান জানান ভারতীয় সেনাকে।