ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ ভাগে। এমন সময় চোট পেয়ে ছিটকে গেছেন রাজস্থান রয়্যালসের তারকা খেলোয়াড় নিতিশ রানা। এই ক্রিকেটার ছিটকে যাওয়ার কারণে রাজস্থান দলে ডাক পেয়েছেন এক তরুণ প্রোটিয়া।
কাফ ইনজুরিতে ছিটকে যাওয়া নিতিশের বদলি হিসেবে রাজস্থান দলভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার তরুণ লুয়ান দ্রে প্রিটোরিয়াসকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফেসবুক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান কর্তৃপক্ষ।
জানা যায়, ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে রাজস্থানে নাম লিখিয়েছেন আগ্রাসী এই প্রোটিয়া ব্যাটার। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন প্রিটোরিয়াস।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও দারুণ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টোয়েন্টির অভিষেকে খেলেন ৫১ বলে ৯৭ রানের ইনিংস। প্রায় ১৬৭ স্ট্রাইক রেটে ৩৯৭ রান করে এসএ টোয়েন্টির সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি।
চলতি আইপিএলের ১২ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে রাজস্থান রয়্যালস। ফলে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। মাত্র দুই ম্যাচ বাকি থাকলেও তরুণ তারকাকে দলে ভিড়িয়েছে তারা।