শহীদ এ. এইচ. এম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে আজ বুধবার (১৪ মে) সকাল ৯টায় মুখোমুখি হয় দুই দল। দলীয় ৪৬ ও ৪৯ রানে পরপর উইকেট হারালেও অ্যান্ডিল মোকগাকানে ও কনর এস্টারহুইজেনের জুটিতে বড় সংগ্রহের পথে আফ্রিকা ইমার্জিং দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৩০.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৮১ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন অ্যান্ডিল মোকগাকানে, যিনি ৬০ বলে ৫১ রান এবং কনর এস্টারহুইজেন, যিনি ৬০ বলে ৮৩ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে মূল্যবান ২টি উইকেট তুলে নিয়েছেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল টাইগার যুবারা। ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
বাংলাদেশ ইমার্জিং দল একাদশ: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রহমান, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান, ওয়াসি সিদ্দিকী, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, চৌধুরী মো. রিজওয়ান।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল একাদশ : জর্জ ভ্যান, জি ভি হেরডেন (অধিনায়ক), মিকা-ইল প্রিন্স, ডায়ান ফরেস্টার, মোকোয়েনা, টি এনটুলি, এন জুমা, কনর এস্টারহুইজেন, আন্দিলে সিমেলেন, আন্দিলে মোকগকানে, রোমাশান পিলে।
আপনার মতামত লিখুন :