ভারতীয় ৬ কোটি রুপি খরচ করে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।আইপিএলের ওয়েবসাইট এবং দিল্লি ক্যাপিটালসের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আজ (১৪ মে) রাতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন তিনি। শারজায় ১৭ ও ১৯ মে দুইটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা মোস্তাফিজের । অপরদিকে, আইপিএলের শেষ তিনটি ম্যাচ ১৮,২১ ও ২৪ মে অনুষ্ঠিত হবে । অর্থাৎ একইসঙ্গে সংযুক্ত আমিরাত সিরিজ ও আইপিএল খেলায় অংশগ্রহণ সম্ভব নয়। অবশ্য ১৯ মে’র পর বিসিবির অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে আইপিএলে যোগ দিতে পারবেন মোস্তাফিজ।
এখনও পর্যন্ত বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র চায়নি বাংলাদেশ দলের এই বাহাতি পেসার।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে’।
অনেকটা তড়িঘড়ি করেই মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।বিসিবির কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই আইপিএল ও দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে নেওয়ার ঘোষণা দিয়ে দেয়। এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি মোস্তাফিজ।